নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার দুপুর ২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইর হিমালয় চাইনিজ রেষ্টুরেন্টে আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন (২০১৬-১৭) উপলক্ষে হামিদুর-জাহাঙ্গীর পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি মোঃ আমীর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ৭৪টি শ্রমিক সংগঠনের আহ্বায়ক শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য মো. হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাউছার আহম্মেদ পলাশ বলেন, মুহুরী বলে অনেকে আপনাদের অবজ্ঞা করে থাকে। অনেকে আপনাদের অনুষ্ঠানের কথা শুনলে আসতে চায় না। কিন্তু না, আমরা খেটে খাওয়া মেহনতি মানুষের কল্যাণে কাজ করি তাই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি অনেক বড় বড় আইনজীবী দেখেছি যারা অনেক সময় সিনিয়র মুহুরীদের পরামর্শ নিয়ে কাজ করে থাকেন। একটা সময় ছিল অধিকার আদায়ের জন্য শ্রমিকদের রাজপথে নামতে হতো। জ্বালাও পোড়াও আন্দোলন সংগ্রামের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় করতে হত। কিন্তু এখন আর সে সময় নেই। আমরা নারায়ণগঞ্জে ৭৪টি সংগঠনকে একত্রিত করতে সক্ষম হয়েছি। এখন আর আন্দোলন সংগ্রাম করে অধিকার আদায় করতে হয় না।
তিনি আরো বলেন, কারন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান আমাদের আহ্বান জানিয়ে বলেছিলেন, শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম না করে আলোচনার টেবিলে বসেও সমাধান করা যায় এবং শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করা যায়। তার সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা ৭৪টি সংগঠন একত্রিত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিকদের বিভিন্ন সমস্যাবলী সমাধান করে চলেছি সাংসদ সেলিম ওসমানের সহযোগীতায়। তাই এখন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় কোন আন্দোলন সংগ্রাম নেই বললেই চলে। আমরাও আপনাদের ন্যায্য অধিকার আদায়ে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।
আসন্ন ১০ই মার্চ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির (২০১৬-১৭) নির্বাচনে হামিদুর-জাহাঙ্গীর পরিষদে যারা এবার প্রার্থী তারা হলেন, সভাপতি পদে মোঃ হামিদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আল মামুন, সহ-সভপতি বখতিয়ার আহম্মেদ, মোঃ আল-আমিন হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাকিব উদ্দিন, মোঃ সারোয়ার ইসলাম, ক্রীড়া ও সাংগঠনিক সম্পাদক তারক নাথ রায়, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক মোঃ রিপন মিয়া, কার্যকরী সদস্য হাজ্বী আব্দুল বাতেন, মোঃ আব্রাহিম খলিল, আরিফ হোসেন, আল-আমিন।
এসময় নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরদের নাম ঘোষনা করে ভোটারদার মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয়।