নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
৮মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় বন্দর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদা মমতাজের সার্বিত তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে অংশ নেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মাহবুবা আক্তার,উপজেলা সমবায় অফিসার মোঃ আমজাদ হোসেন ও ক্ষুদ্র কুটিরশিল্প ও মহিলা সংস্থার সভানেত্রী সালমা চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। সভায় নারী অধিকার বাস্তবায়ন সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয়। এছাড়া নারী নির্যাতন,বাল্যবিবাহ,ইভটিজিং রোধসহ নানা প্রকার নারী কল্যাণমূলক কর্মকান্ড বাস্তবায়নের আহবান জানান প্রধাণ অতিথি।