নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ আড়াইহাজারে ১৯৪ ক্যান বিয়ার সহ নজরুল ইসলাম রিপন (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্য রাতে উপজেলা সদরের চৌধুরী পাড়া এলাকায় তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, রিপন দীর্ঘ দিন যাবত একদল সিন্ডিকেডের সাথে মিলে এলাকায় মদ, বিয়ার, ফ্যান্সিডিল, বিয়ার ইত্যাদী বেচা কেনা ও সেবন করে আসছিলো। ওই সময় রিপনের বাড়ীতে একটি বিয়ারের চালান আসে এবং রিপন সহ অপরাপর সহযোগীরা তার ঘরে বসে আড্ডাদিচ্ছিলো। এ সংবাদ গোপনে পেযে ওসি শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও রিপন পালাতে পারেনি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। রিপন ওই ্এলাকার মৃত: রফিজউদ্দীন ওরফে রফিকের ছেলে।