আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে ছারপোকাদের কীটনাশক সহ্য করার ক্ষমতা আগের তুলনায় বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, সিনসিন্যাটি এবং মিশিগানে ছারপোকার ওপর পরীক্ষা চালিয়ে তারা দেখেছেন এদের ধ্বংস করতে হলে আগে যে কীটনাশক ব্যবহার করতে হতো এখন তার শক্তি আগের চেয়ে এক হাজার গুণ বেশি দরকার হয়।
কীটনাশক ওষুধ ব্যবহার না করে কিভাবে ছারপোকার বংশ উজাড় করা যায়, এখন সেটাই ভাবার সময় এসেছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।
বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি এবং দেশে বিদেশে মানুষের ভ্রমণ বেড়ে যাওয়ার ফলে চ্যাপ্টা আকারের ছারপোকা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশেষভাবে সস্তা হোটেলগুলোতে এর উপদ্রবে মানুষ এখন অতিষ্ঠ।
হোটেলের অতিথিরা ঘুমিয়ে পড়ার পর এরা রক্তপান শুরু করে এবং পরের দিন হোটেলের অতিথি জেগে ওঠেন দেহে চুলকানি আর ছোপ ছোপ লাল দাগ নিয়ে।
হোটেল থেকে এখন এরা ছড়িয়ে পড়েছে বাসাবাড়িতে যেখান থেকে এদের নির্মূল করা প্রায় অসম্ভব।
গবেষকরা বলছেন, ছারপোকা রক্তপান না করে এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর একটি মেয়ে ছারপোকা পুরো একটি বহুতল ভবনে বাচ্চাকাচ্চা ছড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে।