ছেলে নাসিমের ওসমানের পাশে শায়িত হলেন নাগিনা জোহা
কৃতজ্ঞতা জানিয়ে আজকের মত একত্রিত থাকার আহবান সেলিম ওসমানের
নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ভাষা সৈনিক ও রত্না গর্ভা মা নাগিনা জোহার নামাজের জানাজায় দলমত নির্বিশেষে মানুষের ঢল নেমে ছিল। সোমবার বাদ আসর শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে লাখো মানুষের অংশ গ্রহনে জানাজা শেষে তাকে মাসদাইর কবরস্থানে বড় ছেলে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবরের পাশে দাফন করা হয়।
নাগিনা জোহার জানাজায় অংশ নেওয়া সর্বস্তরের মানুষ ও নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমান।
কৃতজ্ঞতা প্রকাশ করে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আমি আমার মায়ের আদেশেই আমি সংসদ নির্বাচন করে ছিলাম। উনি আমাকে নির্দেশ দিয়ে ছিলেন আমাদের পরিবার নারায়ণগঞ্জবাসীর কাছে চির কৃতজ্ঞ। ক্ষমতা থাকতে হবে এমন কথা না যতক্ষন আমাদের জীবন চলবে ততক্ষন পর্যন্ত নারায়ণগঞ্জের মানুষের সেবা করতেই হবে। আমার বাবার মৃত্যুর পর জানাজা, বড় ভাই নাসিম ওসমানের জানাজা এবং আজকে আমার মায়ের জানাজা আবারও প্রমান করলো নারায়ণগঞ্জের মানুষ আমাদের কত ভালোবাসে। আজকে নারায়ণগঞ্জে কোন রাজনীতি ছিল না। আজ সকাল থেকেই নারায়ণগঞ্জে ছিল শোক আর ভালোবাসা। কোন রাজনৈতিক দলের ভেদাভেদ ছিল না। কোন ধর্মের ভেদাভেদ ছিল না। আমরা নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে কাজ করছি। আজকের দিনটির মত আমরা সবাই যদি আন্তরিকতার সাথে কাজ করি তাহলেই আমরা বঙ্গবন্ধুর আর্দশের সোনার বাংলা গড়ে তুলতে পারবো। পরমকরুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করবো আমাদের ঐতিহ্যের প্রাচ্যেরডান্ডির নারায়ণগঞ্জে পুনরায় শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পের উন্নয়ন ঘটানোর মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ গড়ার কাজে নারায়ণগঞ্জ যেন অগ্রনী ভূমিকা রাখতে পারে। আজকের এই শোকের দিনে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে আমার মনোবল আরও বৃদ্ধি করে দিয়েছেন।
নারায়ণগঞ্জবাসীর কাছে আহবান রেখে তিনি বলেন, আসুন আমরা দলমত নির্বিশেষে সকলে একত্রিতভাবে নারায়ণগঞ্জের উন্নয়ন করি।
সেলিম ওসমান কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, যারা আমার মায়ের জানাজায় অংশ গ্রহন করেছেন, টেলিফোনে, এসএমএস এবং ইমেলের মাধ্যমে সমবেদনা জানিয়েছেন আমি তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমার মায়ের কুলখানি উপলক্ষ্যে ১০ মার্চ বাদ আসর খানপুর হাসপাতালের সামনে মিলাদ মাহফিল, ১১ মার্চ বাদ আসর বন্দর সমরক্ষেত্র, ১২ মার্চ বাদ আসর ফতুল্লা ডিআইটি মাঠ এবং ১৩মার্চ সিদ্ধিরগঞ্জের নাভানা সিটিতে মিলাদ মাহফিলে অংশ গ্রহনের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
এছাড়াও শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জের সকল মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে।
উল্লেখ্য গত ১ মার্চ বাধ্যক জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন ভাষা সৈনিক নাগিনা জোহা। ৬ মার্চ থেকে তিনি লাইফ সার্পোটের থাকার পর ৭মার্চ দুপুর ১টা ১০ মিনিটে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার লাশ নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া পুরাতন নিবাস স্থল হীরা মহলে নিয়ে আসা হয়। সেখানে আত্মীয় স্বজনের শেষ দেখার পর খানপুর হাসপাতালের সামনে বাদ আসর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, জেলা জাসদের সভাপতি এম এ সাত্তার সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।