নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রবিবার বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত কাজহরদী সরকারি প্রাথমিক বিদ্যারয় মাঠে কাজহরদী নূরানী হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় না’গঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা বলেন ‘আপনাদের সেবা করার জন্য আল্লাহ আমাকে এমপি বানিয়েছেন, সোনারগাঁও এর প্রতিটি মানুষ আমার আত্মার আত্মীয়। আমি অভিবক্ত রাজনীতিতে বিশ্বাসী। সোনারগাঁয়ের সকল মুরুব্বীদেরকে নিয়ে সকল ওয়ার্ডের উন্নয়ন করা হবে। মাদক একটি পরিবারকে ধ্বংসের জন্য যথেষ্ট। আপনারা মাদক ও সন্ত্রাস থেকে আপনাদের সন্তানদের দূরে রাখুন। সকল ইউনিয়নের উন্নয়ন হলেও সাদিপুরের বর্তমান চেয়ারম্যানের সহযোগিতার অভাবে অত্র ইউনিয়নের উন্নয়ক করতে পারিনি। আপনারা কাজের তালিকা করে দিন, অগ্রাধীকারের ভিত্তিতে কাজ করা হবে’। উক্ত আলোচনা সভায় সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আকবরের সভাপতিত্বে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম, মদনপুর মা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও আসন্ন সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল আমিন, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, অত্র মাদ্রাসার সভাপতি ও ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম, মুফতি রহমাতুল্লাহ বুখারী, মতিউর রহমান মাস্টার, নূরুল হক প্রধান, আশ্রাফ আলী, আবুল কাশেম, আঃ কুদ্দুস, অত্র ওয়ার্ড উন্নয়ন কমিটির সভাপতি শাহ আবুল কালাম, সেক্রেটারী আব্দুল হক, নাট্যকার আব্দুল বাতেন, আইয়ুব আলী ছাড়াও অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনার সভার পূর্বে অত্র মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয় এবং সকলকে নিয়ে দোয়া করা হয়। পরবর্তীতে ৮নং ওয়ার্ডের নানাখী ঈদগাহ প্রাঙ্গণে অপর এক আলোচনা সভায় উপস্থিত হয়ে সেখানেও সাংসদ খোকা গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।