নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে শামীম(৩০) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। লেগুনা পরিবহনে চাঁদা আদায়কালে গত শুক্রবার রাতে মদনপুর বাস ষ্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনা পুলিশের এএসআই সাইদুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামালা দায়ের করেন। ধৃত চাঁদাবাজ চিহ্নিত চাঁদাবাজ সালমান ভূইয়া ও নামধারী বিএনপি’র কর্মী তাওলাদের নির্দেশে বিভিন্ন শ্রমিক কমিটি’রর নামে দৈনিক চাঁদা আদায় করে আসছে। কথিত ওই শ্রমিক কমিটি’র সভাপতি হাজী করম আলী ও সাধারণ সম্পাদক সালাম ভূইয়া। এ ব্যপারে বন্দর থানার কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হুসাইন জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিটাংরোড হতে সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা চলাচলরত লেগুনা থেকে একটি চাঁদাবাজ চক্র শুক্রবার রাতে মদনপুর বাস স্ট্যান্ডে চাঁদা আদায় করছিল। এসময় পুলিশের এএসআই সাইদুর রহমান মদনপুর বাস স্ট্যান্ড থেকে শামীম নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সালমান ও তাওলাদ নামের চিহিৃত দুই চাঁদাবাজ পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত শামীম বন্দর উপজেলা মদনপুর ফলহর গ্রামের হযরত আলীর ছেলে। এ ঘটনা পুলিশ বাদী হয়ে শামীমসহ তাওলাদ ও সালমানের বিরুদ্ধে থানার দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।