নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে আদমজী বিহারী কলোনী এলাকা থেকে এসআই অকিল রঞ্চনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতরা হলো,বিহারী কলোনীর এজাজ মিয়ার ছেলে মোঃ সাজ্জাদ হোসেন(২৫),সালাউদ্দিনের ছেলে সিংবাদ(২২),মৃত সিরাজুল ইসলামের ছেলে সেলিম(৩০) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার চরনল এলাকার মৃত শফিকের ছেলে সাদ্দাম(২২)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।গতকাল শুক্রবার দুপুরে ধৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।