নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের জেলা সভাপতি সাফায়াত আলম সানি বলেছেন, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ এবং শান্তির ধর্ম। এ ধর্ম নিয়ে কোন প্রকার বিরোধ করা যাবেনা। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে ও ঘুমন্ত মানুষ পুড়িয়ে মারে তাদের কে ইসলামের অনুসারী কিংবা মানুষ বলা যায় না।
বন্দর দক্ষিন কলাবাগ যুব সমাজ ও গ্রামবাসী আয়োজিত বৃহস্পতিবার বাদ এশা দক্ষিন কলাবাগস্থ বালুর মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হানাহানি,কাটাকাটি,বোমাবাজী কখনো শান্তি আনতে পারে না। তিনি আরো বলেন,ধৈর্য্য এমন একটি গাছ,যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার। ধৈর্য্য দিয়ে আমাদেরকে সকল প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে হবে।
দক্ষিন কলাবাগ জামে মসজিদের সভাপতি মোঃ জসিম উদ্দিন জসুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ ও মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা চঞ্চল মাহমুদ,বন্দর থানা ছাত্রলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মাইনুদ্দিন মানু,বন্দর থানা ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ দেওয়ান সিয়াপ,আরাফাত কবির ফাহিম,২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু,দক্ষিণ কলাবাগ পঞ্চায়েত কমিটির সদস্য হাজী আব্দুল বারেক,সামসু প্রধাণ,বাদশা মিয়া,মোঃ দেলোয়ার মুন্সি,মোঃ শাহজাহান,মোঃ মনির হোসেন,১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ইউসূফ আলী,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রকি,মোঃ সেলিম,ছাত্রলীগ নেতা মোঃ সুমন শেখ,মোঃ শরীফ,মোঃ পলাশ,মোহন,সাইদুর রহমান,আল আমিন,মোঃ মাসুম,মোঃ লিংকন সরকার,মোঃ ফারুক প্রমুখ।
কবরবাসির রুহের মাগফেরাত ও ভাষা সৈনিক নাগিনা জোহার আশু সুস্থতা কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।