নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শুক্রবার ফতুল্লার সস্তাপুর ঈদগাঁ জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় ও ধর্মপ্রাণ মুসল্লীদের নিকট দোয়া চাইলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মজিবুর রহমান।
জুম্মার নামাজ আদায় শেষে এলাকায় বসবাসরত মুরুব্বীদের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সব ধরনের সুখ দুঃখের কথা মনেযোগসহকারে শোনেন তিনি। সুখ দুঃখে সব সময় তাদের পাশে থাকবেন বলে মজিবুর রহমান আশ্বাস দেন।
এ সময় মোঃ মজিবুর রহমানকে একান্ত কাছে পেয়ে এলাকাবাসির মধ্যে এক ধরনের আশার সঞ্চার হতে দেখা গেছে। এলাকাবাসি জানায়, মসজিদ সংলগ্ন এলাকায় বসবাসকারিদের চলাচলের রাস্তাগুলি প্রায় দেড়যুগ ধরে কোন প্রকার সংস্কার না হওয়ায় জনদূর্ভোগের যেন অন্ত নেই।