নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার জালাকান্দিতে বোনা ফাইট নিটিং কারখানায় আহছান (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক আহছান উল্লাহ উপজেলার মাহমুদপুর এলাকার আঃ আজিজের ছেলে।
জানা যায়, আড়াইহাজার জালাকান্দি এলাকায় বোনা ফাইট নিটিং কারখানায় শ্রমিক আহছানউল্লাহ কারখানার ৪ তলায় ছাদের উপর পানি দেওয়ার সময় অসাবধনতার কারনে ছাদ্ পড়ে যায়। এসময় তাকে আহত অবস্থায় মিলের শ্রমিকরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মিলের অন্য শ্রমিকরা জানায়, ছাদের উপর কোন রেলিং না থাকায় অনেকটা ঝুকি নিয়ে কাজ করতে হয় তাদের। রিপোর্ট লেখা পর্যন্ত কারখানার কোন কর্মকর্তাকে হাসপাতালে দেখা যায়নি এমনি ফোন করেও তাদের পাওয়া যায় নি। গত ২ মাস আগে বৈদ্যূতিৎ তারে জড়িয়ে একই ছাদে আরো একজন শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিক আহছান উল্লাহ উপজেলার মাহমুদপুর এলাকার আঃ আজিজের পুত্র।