নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার আলীগঞ্জ মাঠে ৪র্থ শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এই ফাইনাল খেলাটি আলীগঞ্জ ক্লাব লাল দল ও সৃজন হাউসিং লিঃ এর মাঝে অনুষ্ঠিত হয়। এসময় সৃজন হাউসিং লিমিটেডের ব্যাটিংয়ে সকল উইকেটের পতন ঘটিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয়। তাদের ১৪৮ রানের টার্গেটে আলীগঞ্জ ক্লাব লাল দল ও ১৪৭ রানে সবগুলো উইকেটের পতন ঘটায় খেলাটি ড্র হয়। তখন উপস্থিত অতিথিরা বিবেচনা করে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ান ঘোষনা করেন।
কুতুবউদ্দিন আকসির প্রধান অতিথির বক্তব্যে বলেন, আলীগঞ্জ মাঠ অনেক আগেই বিলীন হয়ে যেতো। পলাশের কারনেই এই মাঠ এখনও খেলাধুলার জন্য রয়েছে। তাই পলাশের কাছে আলীগঞ্জবাসীর পক্ষ থেকে আমি নিজেও কৃতজ্ঞ। আমি চাই পলাশের ছেলে যাতে একজন ভালো খেলোয়ার হিসেবে গড়ে উঠে। পলাশের ছেলেকে একজন ভালো খেলোয়ার হিসেবে দেখতে চাই। তিনি আরো বলেন, একজন শ্রমিক নেতা খেলাধুলার প্রতি এতো নিবেদিত প্রাণ হতে পারে আমি এটা দেখে সবচেয়ে বেশী আনন্দিত হয়েছি। পলাশের এ ধরনের উদ্যোগের সাথে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। পলাশ এই এলাকায় খেলাধুলার প্রচলন চালু রেখে এই এলাকার যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে সক্ষম হয়েছে। এ জন্য তাকে আরো একবার ধন্যবাদ।
আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি কেইউ আকসির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইসমাইল বাবুল, আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, সৃজন হাউজিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শামীম তারেক প্রমূখ।
কাউসার আহমেদ পলাশ প্রথমেই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের মাতা বিশিষ্ট ভাষা সৈনিক নাগিনা জোহার দ্রুত রোগমুক্তি কামনা করেন। তিনি বলেন, আজকের খেলা বুধবারের বাংলাদেশ বনাম পাকিস্তানের এশিয়া কাপ টুর্নামেন্টের খেলার মতোই উত্তেজনাপূর্ন হয়েছে। আমি দু দলকেই শুভেচ্ছা জানাচ্ছি।
বক্তব্যের আগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। পরে উপস্থিত অতিথীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় ও বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।