নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন( বিকেএমইএ) এর পরিচালনা পর্ষদের সপ্তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি সেলিম ওসমানের সভাপতিত্বে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সেলিম ওসমান একই সাথে নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি।
সভায় আরও উপস্থিত ছিলেন, বিকেএমইএ প্রথম সহ সভাপতি এ এইচ আসলাম সানি, দ্বিতীয় সহ সভাপতি মনসুর আহম্মেদ, সহ সভাপতি(অর্থ) গোলাম মোহাম্মদ ফারুক, পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক, পরিচালক হাবিবুর রহমান, আবু আহম্মেদ সিদ্দিক, হুমায়ন কবীর খান শিল্পী, শ্যামল কুমার সাহা, মজিবুর রহমান, মোস্তফা জামাল পাশা, জামাল উদ্দিন, আলমগীর কবীর, আব্দুল হান্নান, মোর্শেদ সারোয়ার সোহেল প্রমুখ।