নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে বন্দরে বেপরোয়াগামী মালবোঝাই পিকাপের ধাক্কায় সাপ্তাহিক বিজয় পত্রিকার সম্পাদকসহ ৩ সাংবাদিক আহত হয়েছে। গতকাল বুধবার সকালে থানার মদনপুর-মদনগঞ্জ সড়কের নবীগঞ্জ বাগবাড়ী নামক স্থানে এ দুঘটনাটি ঘটে। আহতদের রক্তাক্ত অবস্থায় নবীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপস্থিত জনতা বেপরোয়াগামী পিকাপসহ চালক শরীফ(২৬)কে আটক করেছে। জানা যায়,ধামগড় ইউনিয়নের কামতাল হালুয়াপাড়াস্থ শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাই কাজের উদ্বোধণ করার কথা সাংসদ সেলিম ওসমানের। নিউজ কাভারেজ করতে সাপ্তাহিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু তার দু’ সহকর্মী দৈনিক নারায়ণগঞ্জের শতকথা’র ষ্টাফ রিপোর্টার জিয়াবুর রহমান ও দৈনিক রুদ্রবার্তার ষ্টাফ রিপোর্টার শেখ আরিফুল ইসলামকে নিয়ে সকাল সাড়ে ৮ টায় বাসা থেকে হোন্ডাযোগে বের হয়। পৌণে ৯টার সময় মোটরবাইকটি মদনপুর-মদনগঞ্জ সড়কের নবীগঞ্জ বাগবাড়ী নামক স্থানে পৌঁছলে এ সময় সামনের দিকে থাকা ঢাকা মেট্রো-ট ১১-২৮৩৬ নম্বরের গাজী ট্যাংক বোঝাই একটি পিকাপ ভ্যান ডানে কেটে আচমকা ধাক্কা দিলে মুহুর্তের মধ্যে মোটরবাইকটি প্রায় ১৫ গজ দূরে ছিঁটকে পড়ে। এতে মোটরবাইকের সামনে অংশ ভেঙ্গে চুরমার হয়ে যায়। সাপ্তাহিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বা হাতে ও বা পায়ে রক্তাক্ত জখম হন এছাড়া জিয়াবুর রহমান ডান হাত ও কোমড়ে এবং শেখ আরিফুল বা হতে ও পায়ে জখম ও আঘাতপ্রাপ্ত হন। এ সময় উপস্থিত জনতা বেপরোয়াগামী পিকাপ ভ্যানটি আটক করে। পরে আহতদেরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।