নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের দু’পাড়ে উচ্ছেদ হওয়া দোকানদারদের জন্য সুখবর দিয়ে তাদেরকে ধৈর্য্য ধারন করার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
বুধবার(২ মার্চ) বন্দর শামসুজ্জোহা এমবি ইউনিয়ন স্কুল, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়, ও শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সুখবর দেন।
তিনি বলেন, আমার উপর একটা অভিশাপ আছে। সেন্ট্রাল খেয়াঘাটের দুইপাড়ের দোকান গুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। দোকানদাররা আমার উপর খুব অভিমান করে আছে। পাশের জায়গা গুলো ভরাট করা হচ্ছে। সেখানে একটি বস্তি ছিল তাদেরকে আমরা ক্ষতিপূরণ দিয়ে পূর্ণবাসন করে দিয়েছি। বন্দর সেন্ট্রাল খেয়া ঘাটের দুইপাশে অত্যাধুনিক ঘাট নির্মান করে দেওয়া হবে। যাতে মানুষ খুব সহজে যাতায়াত করতে পারে। মানুষ যেন বৃষ্টিতে না ভিজে সেই ব্যবস্থা করা হবে। সেখানে একটি বাজার সৃষ্টি করা হবে। যারা নাকি রাস্তায় দাড়িঁয়ে পুলিশের তাড়া খেয়ে, এলাকার কিছু হুমড়া চুমড়া দিয়ে টাকা দিয়ে ব্যবসা করতেন। তাদেরকে আর কাউকে টাকা দিতে হবে না। যারা প্রকৃত ব্যবসায়ী হতে চান তারা টাকা জোগাড় করতে থাকুন। আগামী এক মাসের মধ্যে আমি সেখানে কাজ শুরু করবো। যারা দোকান ভাঙার কারনে বেকার হয়েছেন তাদেরকে আমি পূর্ণবাসন করার চেষ্টা করবো। সেখানে একটি পার্ক হবে পাশপাশি একটি উন্নত মানের স্ট্যান্ড হবে। বন্দরের মানুষ শুধু আমাকে সহযোগীতা করলেই এটা হবে।
কখনও কখনও আমাকে ভুল বুঝা হয় আমি রাস্তার পাশ থেকে দোকানপাট সরিয়ে দেই। কিন্তু দুই তিনশ মানুষের জন্য লাখ লাখ মানুষের কষ্ট হবে এটা কোন অবস্থাতেই হতে পারে না। তারা আমার কাছে আসুক আমি সহযোগীতা করবো। কিন্তু যেখানে সেখানে জায়গা দখল করে, বাচ্চাদের স্কুলের সামনে জায়গা দখল করে দোকান দিয়ে বসলে আমি কঠোর হতে বাধ্য হবো।