নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রতিশ্রুতি অনুযায়ী বন্দর গালর্স স্কুলের ৬ জন ছাত্রীকে পুরস্কৃত করেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বুধবার(২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় তিনি বন্দর গালর্স স্কুলে পৌছে ওই ৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩জনকে ৩টি ল্যাপটব এবং বাকি ৩ জনের হাতে পুরস্কারের মোট ১ লাখ ৭৫ হাজার টাকা তুলে দেন।
গত ১০ জানুয়ারী বন্দর গালর্স স্কুলের নবীন বরন অনুষ্ঠানে সহ ধর্মিনী নাসরিন ওসমানকে সাথে নিয়ে যোগ দিয়ে ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান। ওই অনুষ্ঠানে তিনি স্কুলটির শিক্ষার্থীদের সাথে প্রায় অর্ধেক দিন অতিবাহিত করে ছিলেন। অনুষ্ঠানে তিনি আকস্মিকভাবে কৌতুক প্রতিযোগীতার ঘোষণা দিয়ে ছিলেন। আর পুরস্কার হিসেবে যথাক্রমে ১ লাখ, ৫০ হাজার ও ২৫ হাজার টাকার ঘোষণা দেন। সেই সাথে অনুষ্ঠানের তিন জন উপস্থাপিকার জন্য তিনটি ল্যাপটব দেওয়ার ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী বুধবার সংসদ সদস্য সেলিম ওসমান বন্দর গালর্স স্কুলে উপস্থিত হয়ে স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে উপস্থাপিকা হিসেবে তাসনিয়া রহমান মনিকা, সাদিয়া খানম, তামান্নাকে ৩টি ল্যাপটব এবং কৌতুক প্রতিযোগীতায় প্রথম হওয়া মাকসুরাকে ১ লাখ, দ্বিতীয় হওয়া তামান্না ৫০ হাজার ও তৃতীয় হওয়া বিথি আক্তারের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন।
শিক্ষার্থীরা তাদের পুরস্কার হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে। পরে তারা সংসদ সদস্য সেলিম ওসমানের সাথে ফটোসেশন করেন।
এ সময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কালাম, সিটি করপোরেশনের কাউন্সিলর আফজাল হোসেন, সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, আনোয়ার হোসেন আনু, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, বন্দর গালর্স স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বন্দর গালর্স স্কুল থেকে সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের স্বল্পেরচর এলাকায় অবস্থিত জামেয়া গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া আলিম মাদ্রাসাটি পরিদর্শনে যান তিনি। সেখানে তিনি মাদ্রাসা পরিচালনা কর্তপক্ষের সাথে মাদ্রাসার উন্নয়ন নিয়ে দীর্ঘ সময় কথা বলেন। আলোচনায় আগামী এক বছরের মধ্যে মাদ্রাসাটির উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন সেলিম ওসমান।