নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ বাহিনীর একটি অভিযানিক দল ৯ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১১ হাজার ২৫০ টাকা ও ১টি মোবাইল সেট উদ্ধারসহ টুটুল ভূঁইয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।র্যাবের এএসপি মোঃ আলমগীর হোসেন (পি.পি.এম) এর নেতৃত্বে গত মঙ্গলবার (১ মার্চ) রাতে নরসিংদী জেলার সদর থানার বকুলতলা পশ্চিম কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।ধৃত টুটুল ওই এলাকার মোঃ আবু কালাম ভূঁইয়ার ছেলে।র্যাব জানায়,ধৃত টুটুল পেশাধারী মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে নরসিংদী থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।