নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে পেশাদার কিলার এবং রিমান্ডে আনা মাদক ব্যবসায়ীসহ ৩জনকে চালান করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এরা হচ্ছে বন্দর থানাধীন শ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকার হাফেজ আহাম্মদের ছেলে গাফ্ফার(৩৩),ফরাজীকান্দা এলাকার হাসান আলী’র ছেলে রমজান আলী(৩৬) ও নবীগঞ্জ টি হোসেন রোড এলাকার গোলাম হোসেনের ছেলে তানজিল(২২)। এদের মধ্যে গাফ্ফারের বিরুদ্ধে ২০১২ সালের সোনারগাঁয়ের চাঞ্চল্যকর সিএনজি চালক হত্যা মামলা এবং ২০১৪ সালের একটি ধর্ষণ মামলাসহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে। অপরদিকে ৪শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ধৃত রমজান আলী ও কল্যান্দী এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে রাশেদ দীর্ঘ দিন ধরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। এছাড়া তানজিল সদ্য সংঘটিত একটি মামরামারি মামলার আসামী।