প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডেস্ক
লিভার ক্যান্সারে আক্রান্ত জামিল খন্দকার উন্নত চিকিৎসা পেলে আবরো সুস্থ্য হয়ে উঠবে। শুভাকাংখি ও ধনাঢ্য সু-হৃদ ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তার জন্য তার স্ত্রীর প্রর্থানা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধিন ৮/১২ নং দক্ষিণ সস্তাপুরের বাসিন্দা লিভার ক্যান্সারে আক্রান্ত জামিল খন্দকারের স্ত্রী আমি মনিরা হক লিপি। আমার স্বামী ২০১২ সাল থেকে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন। দীর্ঘ তিন বৎসর চিকিৎসা করিয়ে আজ আমাদের পরিবারের আর্থিক অবস্থা অত্যান্ত সোচনীয়। অসহায় অবস্থায় ব্যথার যন্ত্রনায় বিছানায় কাতরাচ্ছে। আমি ও আমাদের দুটি সন্তান তার কষ্ঠ দেখে সুধু কাদতে পাড়ছি কিন্তু কিছুই করতে পারছিনা। তিনি বিশেষজ্ঞ প্রফেসর মোঃ মারুফ হোসেনে চিকিৎসাধিন রয়েছেন। ডাক্তার বলেছেন তাকে উন্নত চিকিৎসা করলে ভলো হয়ে যাবেন। কিন্তু উন্নত চিকিৎসার যে খরচ তা বহন করা আমাদের পক্ষে অসম্ভব। তাই দুটি সন্তানের জন্য স্বামীকে বাচাঁতেই আজ আমাকে সহায়তার জন্য হাত পাততে হচ্ছে। বড় ছেলে ইমতিয়াজ খন্দকার হৃদয় পড়ে ৬ষ্ঠ শ্রেনীতে ও ছোট ছেলে ইসতিয়াক খন্দকার মিরাজ পড়ে ৩য় শ্রেণীতে। জামিল খন্দকার ছিলেন একজন এক্সর্পোট কোয়ালিটির প্রিন্টিং কারখানার মালিক। সমাজের অনেক বৃত্তশালী হৃদয়বান ব্যক্তি রয়েছেন যারা আমার স্বামীর চিকিৎসায় সহযোগীতা করলে আমরা আবারও সুখী পরিবারে পরিণত হতে পারবো। যোগাযোগ- ০১৯১১৪৮১০৬৫, ওয়ান ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, একাউন্ট নম্বার- ০১৭২৫০০০৯৫৬৫।