নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ৪শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ধৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী রমজান আলী(৩৫) রিমান্ডে এনেছে পুলিশ। মামলার
অগ্রগতির লক্ষ্যে আদালতে রোববার ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত সোমবার শুণানীর দিন ধার্য্য করেন এবং এদিন দুপুরেই ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। সূত্র মতে,বন্দরের ফরাজীকান্দা এলাকার হাসান আলী’র ছেলে রমজান আলী ও কল্যান্দী এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে রাশেদ দীর্ঘ দিন ধরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় কল্যান্দী বাসষ্ট্যান্ডে অবস্থান করে বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার উপ-সহকারি পরিদর্শক আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক স¤্রাট রাশেদ পালিয়ে গেলেও পুলিশ অপরাপর মাদক ব্যবসায়ী রমজান আলীকে গ্রেফতারে সক্ষম হয়। এ সময় পুলিশ তার হেফাজতে থাকাবস্থায় ৪শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে শনিবার রাতেই বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে।