নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মূর্শীদ স্মরণে বন্দরের আধ্যাতিক সাধক ইয়াছিন শাহ’র দরবারে আয়োজিত ৮ম পবিত্র বার্ষিক ওরশ মোবারক সম্প্রতি হাজীপুরস্থ দরবার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। ৩দিন ব্যাপী এ ওরশ মোবারকের প্রথম দিনে হাজার হাজার ভক্তকূলের সরব উপস্থিতিতে সৃষ্টিতত্ত্ব,নবীতত্ত্ব,রাসূলতত্ত্ব,আত্বতত্ত্ব ও মানুষতত্ত্ব মরমী ভাববাদী লালন সংগীত পরিবেশণ করেন দরবেশ নহি’র শাহ’র অন্যতম ভক্ত বাংলার লালন সংগীত স¤্রাট টুনটুন শাহ ও তার দল। এছাড়া অন্যান্যের মধ্যে সংগীত পরিবেশণ করেন জুয়েল শাহ ও লালন সুমি। মোহাম্মদ আবদুল বাতেনের সঞ্চালনায় ধর্মীয় এ মাহফিলে অংশ নেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ,লালন সাধক বন্দর থানার উপ-পরিদর্শক আহাদ আলী,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ আবুল খায়ের,পুরান বন্দর মোল্লাবাড়ি এলাকার সমাজ সেবক আরিফ মোল্লা,জাতীয় পার্টির নেতা তৌহিদুল ইসলাম,জাকির হোসেন,ইয়াছিন শাহ দরবারের খাদেম আব্দুর রহিম,মোঃ আবুল হোসেন,পিয়ার আলীম,আক্তার হোসেন,মোঃ সেলিম,কাজী শাহিন,মোক্তার হোসেন মামুন,ইমতিয়াজ টনি,মোঃ শামীম,বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ইউসূফ আলী মোঃ উজ্জল আহাম্মেদ,২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী চাঁন শরীফ প্রধাণ চান্দু,ইমদাদুল হক মিলন,সাইদুর রহমান শ্যামল,মোঃ হোসেন,মিজানুর রহমান,মোঃ সানাল,মোঃ হাসান প্রমুখ।