নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জ রূপগঞ্জ উপজেলার তারাবো উত্তরপাড়া এলাকায় রোববার রাত ৯ টয় র্যাব-১১’ সিপিসি-১’র অভিযানে ৬৭ পিছ ইয়াবাসহ আওলাদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১,র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার তারাবো উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র সিপিসি-১’র অধিনায়ক শাহ মো: মশিউর রহমান (পিএিম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আওলাদ হোসেন আটক করা হয়েছে গ্রেফকৃত আসামী আওলাদের সঙ্গে ৬৭ পিছ ইয়াবা ও ৮ শ’ কেজি গাজা মাদক বিক্রির ২ হাজার ৮ শ’ সাট টাকা এবং সেমফোনি একটি মোবাইল সেট তার নিকট থেকে উদ্দার করা হয়। আসামী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ১১,৫০০/- (এগার হাজার পাঁচশত) টাকা। আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।