নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন( রেজিঃ ঢা-৩৮১০) এর অর্ন্তভূক্ত উপ-কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে খানপুর মেট্রোহল সংলগ্ন বাস স্ট্যান্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপ-কমিটির সভাপতির জিকু আহম্মেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমিশনার জয়নাল আবেদীন টুলু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারিকুল হাসান লিমন, উপ-কমিটির উপদেষ্টা চঞ্চল মাহমুদ, সামছুজ্জামান ভাসানী, জিল্লুর রহমান চঞ্চল, বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা ভান্ডারী, দেলোয়ার হোসেন দেলু, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মোঃ লিয়াকত বেপারী।
জয়নাল আবেদীন টুলু তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত দিনে শ্রমিকরা ছিলো নির্যাতিত, তাদের অধিকার আদায়ে প্রায় সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হতো। এখন বর্তমান সরকারের আমলে শ্রমিকদের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের হয়ে কাজ করছে। শ্রমিকদের ন্যায় অধিকার ও মর্যাদা এখন অনেকটাই সাবলম্বী হয়ে উঠছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন(রেজি-ঢা-৩৮১০) এর উপ কমিউনিটির সভাপতি জিকু আহমেদ, সহ সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক এ আর হাসান, সাংগঠনিক সম্পাদক এ আর মোশারফ হোসেন, মনির জুয়েল, হৃদয়, সিপন, হীরা, জালাল,শরীফ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপ-কমিটির সভাপতির বক্তব্যে জিকু আহম্মেদ বলেন, আপনারা আমাকে যে সম্মান দিয়ে এখানে বসিয়েছেন, দোয়া করবেন আপনাদের সে সম্মান যেন ধরে রাখতে পারি এবং শ্রমিকদের অধিকার ও ন্যায়সঙ্গত দাবী আদায়ে আপনাদের পাশে থেকে তা বাস্তবায়ন করতে সচেষ্ট থাকবো। তবে আপনারা রাষ্ট্রের আইন মেনেই অধিকার আদায়ে কাজ করবেন। শ্রম আইনের প্রতি আস্থাশীল থাকবেন।