নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সম্প্রতী সরকার সারাদেশে রেলের ভাড়া মাত্র ৭ ভাগ বৃদ্ধি করেছেন।অথচ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত রেলের ভাড়া বারানো হয়েছে ৫০ ভাগ।কিন্তু এ রুটে চলাচলরত অধিকাংশ যাত্রী সাধারন অত্যান্ত নিন্ম আয়ের ও নিরীহ।তাই তাদের দূর্বলতার সুযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের খেয়াল খুশি মত ভাড়া বৃদ্ধি করেছে।তাই এক বিবৃতিতে আলহাজ¦ মো: সালাউদ্দিন খোকা মোল্লা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।সেই সাথে তিনি জনগনের বৃহত্তর স্বার্থে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলকে এর প্রতিবাদ জানানোর উপর গুরুত্বারোপ করেছেন।তিনি আরো বলেন,নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের উন্নয়নের রূপকার সাংসদ আলহাজ¦ একে এম শামীম ওসমান সব সময় নিরীহ জনগনের স্বার্থে রাজনীতি করে আসছেন।তাই আমার বিশ^াস জনগনের স্বার্থ সংশ্লিষ্ট এ বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।