নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে সবুজ সরকার (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক আত্মহত্যা করেছে। রবিবার (২৮ ফেব্রুয়ারী) ভোর রাতে মিজমিজি বাতেনপাড়া এলাকায় নিজ বাড়ীর পিছনের ঝুপে গাছের সাথে ফাঁসি দিয়ে সে আত্মহত্যা করে। সে ঐ এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ সরকারের ছেলে। খবর পেয়ে সকাল ১০টায় থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক জানায়, গতরাতে ৮/৯টার দিকে মার সাথে খাওয়া দাওয়া সেরে সবুজ ঘুমাতে যায়। বাড়ীর সবাই ঘুমিয়ে পরলে সে ভোর বেলায় আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবী করছে। গত ২/৩ বছর যাবৎ সে মানষিক সমস্যায় ভুগছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।