নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শনিবার বিকেলে দেওভোগ বড় মসজিদ সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নারায়ণগঞ্জ মহানগর ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. মনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা।
আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ আ্ওয়ামীলীগের দক্ষিণ-উত্তর মেরু বিরোধের কারণে দল থেকে অনেকে বিমুখ করে নিয়েছিল। আর দেওভোগবাসী কিছু হারাতে চায় না, এখন আমরা পেতে চাই। আজ বিরোধ মিটিতে ঐক্য নিয়ে ১৬নং ওয়ার্ডের কর্মী সভা দীর্ঘ দিন পর করা হল। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন মেয়র চাই। সে জন্য মহানগর আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের সাহসী ও শক্তিশালী করতে হবে। সকলের মধ্যে বিরোধ মিটাতে হবে।
১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে.এম রফিকুল ইসলাম’ সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সহ সভাপতি মাসুদুর রহমান খসরু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সামিউল্লাহ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম. আরমান, এস.এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি.এম. আরাফাত, কৃষি বিষয়ক কবির হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আঃ রশিদ, বন ও পরিবেশ বিষয়ক বিষয়ক সম্পাদক মো. আক্তারুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম চঞ্চল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর আনোয়ার, সদস্য নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগ সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, আলী আকবর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ জিকু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো.ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন,নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন নিয়ে আমার বাসায় যখন শামীম ওসমান ঐক্য ডাক দিয়ে ছিল তখন নেতা-কর্মীদের সম্মতিক্রমে উত্তর-দক্ষিণ মেরুর বিরোধকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আনোয়ার হোসেন ও শামীম ওসমানের মধ্যকার বিরোধ মিটিয়ে একত্রে রাজনীতি অঙ্গন চলছে। সেই মূল্যায়ন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে দেওভোগের ২২ নেতাদের সঠিক মূল্যায়ন করেছেন।