বিজয় বার্তা ২৪ ডেস্ক
নারায়নগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও ১২ নং ওয়াড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মরহুম ফজল হকের ৩য় মৃত্যুবাষির্কী উপলক্ষে আজ শনিবার নারায়নগন্জ্ঞ মহানগর যুবদলের উদ্যেগে মাসদাইর কবরাস্থানে ফজল হকের কবর জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন নারায়নগন্জ্ঞ মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,যুগ্ম আহবায়ক মাসুদ রানা,রানা মুজিব,রিটন দে,বিএনপি নেতা মোস্তফা কামাল,কেন্দ্রীয় শ্রমিকদল নেতা মহিউদ্দিন খান,যুবদল নেতা ইছলেউদ্দিন মাহমুদ ইশা,আঃরহমান,মোঃমুছা,মাহাবুব হাসান জুলহাস,মুহিন আহম্মেদ রিপন,আঃআউয়াল,মোঃদেলু,মহিউদ্দিন শুভ,মোঃইমন,সুরমা সেলিম,মেহেদী হাসান রাজু,ফজল হকের শ্বশুড় মোঃআলী,ভাজিতা মোঃফয়সাল হক,আলী নুর,মোঃবাদশাহ,জীবন,শ্রমিক নেতা মোঃজামাল হোসেন,শাহিন খান প্রমুখ।