ডেমরা,বিজয় বার্তা ২৪
ডেমরায় কেয়া জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় জুম্মার নামাজের সময় সারুলিয়া মনু মোল্লা শপিং কমপ্লেক্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ফিল্মিস্টইাইলে দোকানিদের অস্ত্রের মুখে জিম্মি করে ৮০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা লুটে নিয়েগেছে।
দোকানের কর্মচারী অমর পাল, উত্তম পাল ও তনু পাল জানায়, আজ জুম্মার নামাজের সময় ৮/১০ জনের একটি ডাকাত দল হঠাৎ দোকানে প্রবেশ করে । এ সময় সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং উত্তম পালকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দোকানের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কাওসার বলেন, জুম্মার নামযের সময় ডাকাতি হয়েছে। তখন মার্কেটের অন্যান্য সকল দোকান বন্ধ ছিল নামাজের জন্য, কিন্তু শুধু তাদের দোকান খোলা ছিল। আর এ সুযোগে হয়ত ডাকাত দল এ ঘটনা ঘটায়। এই ডাকাতির বিষয়ে সঠিক তদন্ত করা হবে।