বিজয় বার্তা ২৪ ডেস্ক
গণতন্ত্রী পার্টির শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি মো:ইদ্রিস আলীকে আহবায়ক এবং মো:আবু তালেব মোল্লাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি শুক্রবার গঠন করা হয়েছে। জাক-জমক ভাবে জেলার জাজিরা থানার ঠান্ডারমোড় এলাকায় পার্টি জেলার অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষনা করা হয়। সভায় মো:ইদ্রিস আলীর সভাপতিত্বে আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্য সদস্যবৃন্দরা হলেন-মো:আহাম্মদ আলী মুন্সি(আলমগীর),মো:আসাদুল ইসলাম মুন্সি,মো:নূর ইসলাম তালুকদার,মোসা:লুৎফা বেগম, মো:নূর মোহাম্মদ মোল্লা,মো:ইদ্রিস আলী ফকিরসহ প্রমুখ। উক্ত সভায় আরো সিদ্ধান্ত হয় আগামী মার্চ মাসের মধ্যে শরীয়তপুর জেলা গণতন্ত্রী পার্টির জেলা সম্মেলন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। সভা শেষে দেশ ও জাতীর এবং পার্টির সকল নেতাকর্মীদের কল্যানের জন্য দোয়া করা হয়।