নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক মরহুম মফিজুল ইসলাম স্মরণে আয়োজিত আলোচনা সভায় অয়ন ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ আইন কলেজের পরিশ্রমী ও মেধাবী ছাত্র নেতা এম.এম হাসান একটি মিছিল নিয়ে যোগদান করেন। এসময় তার সাথে আইন কলেজের ছাত্র নেতা বদিউজ্জামান, ইকবাল হোসেন, সজল সাহা, রুবেল হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।