নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে থানার কামতাল তদন্ত কেন্দ্রের অদূরবর্তী বিএসআরএমএস রোলিং মিলের গোডাউন সংলগ্ন সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ উদ্ধারকৃত নবজাতকের মৃতদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসাইন জানান,গত বুধবার রাতে ফাঁড়ির অদূরবর্তী বিএসআরএমএস রোলিং মিলের গোডাউন সংলগ্ন সড়কের পাশে নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনতা খবর দেয়। পরে ঘটনাস্থল হতে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে কে বা কারা অবৈধ গর্ভপাত শেষে নবজাতকের মৃতদেহটি ওইস্থানে ফেলে যায়।