নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী’র চরবয়রাগাদী এলাকায় বুধবার বিকাল সাড়ে ৩ টায় র্যাব-১১’র সিপিসি-১’র অভিযানে ফাতেমা বেগম (৩৫) কে ২ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১১’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চর বয়রাগাদী এলাকায় মোঃ শফিকুল ইসলামের বাড়ীতে ২৪ ফেব্রুয়ারি বৃধবার সাড়ে ৩ টায় সময় অত্র কোম্পানীর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, স্বামী-স্ত্রী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি শাহ মোঃ মশিউর রহমান (পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চর বয়রাগাতী সাকিনস্থ মোঃ শফিকুল ইসলামের বাড়ীতে ভিতর অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ শফিকুলের স্ত্রী (১) মোছাঃ ফাতেমা বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়। আসামী দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার মামলা নং-৬৫ তারিখ ২৪/০২/২০১৬ ধারা ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) রুজু করা হয়েছে।