নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ সরকারের প্রধাণমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বন্দর শাহী মসজিদ এলাকায় নির্মিত নগর মাতৃসদন উদ্বোধণ উপলক্ষ্যে নব সাজে সাজানো হয়েছে সেটিকে। একই সাথে জনসাধারণের দৃষ্টি কাড়তে সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি তোড়ণ।স্থানীয় ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকারের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনায় হায়াত আইভীর পক্ষে ওই সাজ-সজ্জা করানো হয়। ওইসকল তোড়ণে উদ্বোধক প্রধাণমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মেয়র আইভী ও কাউন্সিলর হান্নান সরকারের নাম ধন্যবাদান্তে হিসেবে লেখা রয়েছে। আওয়ামীলীগের সভানেত্রী তথা বাংলাদেশ সরকারের প্রধাণমন্ত্রীকে বিএনপি’র সমর্থিত কাউন্সিলর হান্নান সরকারের অভিনন্দনের প্রচারণার বিষয়টি সর্বত্রই আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি নিয়ে সাধারণ লোকজনের মাঝে নানা কৌতুহল সৃষ্টি হয়। অনেককে মন্তব্যও করতে দেখা যায় আওয়ামীলীগ সরকারের প্রধাণমন্ত্রীকে বিএনপি’র কাউন্সিলররের অভিনন্দনের ঘটনা বাংলাদেশে বিরল। এ ব্যাপারে কাউন্সিলর হান্নান সরকারের সঙ্গে আলাপকালে তিনি জানান,প্রধাণমন্ত্রী সরকারের সর্বোচ্চ পদধারী ব্যাক্তি আমিও নিয়মের নিমিত্তে তারই মন্ত্রণালয়ের অধীনস্থ কাউন্সিলর সুতরাং যেখানে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যাক্তি আমার ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধণ করবেন সেহেতু স্বাভাবিক নিয়মেই আমি তাঁকে সাধুবাদ জানাতে পারি। এখানে রাজনৈতিক কোন হিসেবে নিকেষ গ্রহণযোগ্য নয়। রাজনীতির ক্ষেত্রে রাজনীতি।