নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ধলেশ্বরী নদীতে মুন্সীগঞ্জগামী একটি বাল্কহেডের সাথে বিপরীতগামী মাটিকাটার ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন শ্রমিকের নিহতের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে মাটিকাটার ট্রলারের এই ৬ জন শ্রমিকের নিহতের ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, নিজাম (৩০), সুজন (৩৬), শাহীন (৩৮), তালেব (৩৫), শরীফুল (৩৬) ও সবুজ (৩০)।
জানা যায়, বুধবার দুপুরে বাল্কহেডের সাথে বিপরীতগামী মাটিকাটার ট্রলারের মুখোমুখি সংঘর্ষে মাটিকাটার ট্রলারটি আনুমানিক ২০-২৫ জন যাত্রী নিয়ে ডুবে যায়। এদের মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ৬ জন শ্রমিক নিখোঁজ হন। পরে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিআইডব্লিউটিএ এর সকলের সহায়তায় রাত ১০টার মধ্যে ৬ জনের মৃত্য দেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম জানান, নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে গোপচর ঘাটের কাছে বাল্কেহেডের ধ্বাকায় মাটি বাহী একটি ট্রলার(ভলগেট) আজ দুপুরে ডুবে যায় এতে ৬ জন নিখোজ ছিল পরে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয় । রাতেই সবার লাশ তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপেজলার গারেশ্বর গ্রামে পাঠানো হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেককে দাফনের জন্য ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।