খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ১২টি এশিয়া কাপ। তবে ১৩তম এশিয়া কাপের পথচলা শুরু হচ্ছে ভিন্নভাবে। ক্রিকেটের সংক্ষিপ্ত ও জনপ্রিয় ভার্সন টুয়েন্টি টুয়েন্টি ফরম্যাটে শুরু হবে এশিয়া কাপের ১৩তম আসর।
আজ বুধবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলাটি।
১৯৮৪ সালে প্রথম অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। এরপর আরো ১১টি আসর অনুষ্ঠিত হয়। এর সবক’টিই হয়েছে ওয়ানডে ফরম্যাটে। তবে ১৩তম এশিয়া কাপটি স্বাদ পেতে যাচ্ছে নতুনত্ব। প্রথমবারের মত টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে ১৩তম এশিয়া কাপ। কারণ আগামী মাসেই ভারতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যে ১৩তম এশিয়া কাপটি টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আর সেটির স্বাদ পাবে বাংলাদেশ।
এই নিয়ে টানা তৃতীয়বারের মত এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। হ্যাট্টিক আয়োজনের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ শক্তিশালী এ কথা বেশ ভালোভাবেই জানে স্বাগতিকরা। এছাড়া পরিসংখ্যানও বলছে, কালকের ম্যাচে স্পষ্টভাবে ফেভারিট ভারত। কারণ ২০০৯ ও ২০১৪ সালে দুইটি টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। দু’টি ম্যাচই হেসেখেলে জিতেছে টিম ইন্ডিয়া। ২০০৯ সালের প্রথম টি২০ সাক্ষাতে ২৫ রানে জিতেছিলো ভারত। আর ২০১৪ সালে মিরপুরে নিজেদের ঘরের মাঠে মাশরাফিরা ৮ উইকেটে হেরেছিলো ভারতের কাছে।
সে হিসেবে ভারতের মিরপুরের উইকেটে মাশরাফিদের বিপক্ষে টি২০-র স্মৃতি অবশ্যই আনন্দদায়ক। কিন্তু সেটা বাংলাদেশের ক্ষেত্রে নয়। সঙ্গে যোগ হয়েছে ২০১৪ সালে ভারতের বিপক্ষে সেই ম্যাচে অংশ নেয়া তামিম ইকবাল, এনামুল হক জুনিয়র আর শামসুর রহমান, জিয়াউর রহমান আর সোহাগ গাজী কেউ দলে নেই। টি২০ এশিয়া কাপে প্রথমবার অংশ নেবেন সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, আরাফাত সানি, আবু হায়দার রনি ও নুরুল হাসান। ৭ জন নতুন মুখ নিয়ে দল সাজালেও, শুভ সূচনা করার লক্ষ্য নিয়েই কাল মাঠে নামবে মাশরাফি বাহিনী।
ভারতের মুখোমুখি হবার আগের দিন সংবাদ সম্মেলনে তেমনই ইঙ্গিত দিলেন মাশরাফি, এবারই প্রথম টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। এটা শুধু আমাদের জন্যই নয়, সবার জন্য নতুন অভিজ্ঞতা। তাই এমন বিষয় নিয়ে আমরা রোমাঞ্চিত। তবে প্রথম ম্যাচ নিয়ে আমাদের প্রস্তুতিও অনেক ভালো। আশা করছি, আমরা ভালো কিছু করতে পারবো। আর এটি যেহেতু টি-২০ বিশ্বকাপের আগে হচ্ছে, তাই এবারের এশিয়া কাপ আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এশিয়া কাপের মধ্যে বিশ্বকাপ নিয়ে ভাবনাটা রয়েছে ভারতেরও। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে জানালেন দলের সেরা তারকা বিরাট কোহলি, ‘বিশ্বকাপের আগে এবারের এশিয়া কাপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে এই আসরে অংশ নেয়া দলগুলো নিজেদের অবস্থান ও শক্তি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে। এছাড়া বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন আর এশিয়া কাপের প্লেয়িং কন্ডিশন একই রকম। তাই বিশ্বকাপের জন্য এটি চ্যালেঞ্জিং।