নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাংলাবাজার (তালতলা) মসজিদ সংলগ্ন এলাকায় মা ছেলেকে জমি থেকে বেদখল করার লক্ষে মারধর ও ভয়তীতি প্রদর্শনের অভিযোগে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার স্বীকার পশ্চিম দেওভোগ বাংলাবাজার (তালতলা মসজিদ সংলগ্ন) মৃত নুর হোসেন ওরফে কানু মিয়ার ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২৫) বাদী হয়ে গত ২২ ফেব্রয়ারী সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগের বিররনে সাজ্জাদ হোসেন জানান, পশ্চিম দেওভোগ বাংলাবাজার(তালতলা মসজিদ সংলগ্ন) এলাকায় তার পিতার ওয়ারিশ সূত্রে জমি প্রাপ্ত হয়ে সে তার মাকে নিয়ে সেখানে বসবাস করছে। বিগত ১৫ বছর আগে তার পিতার মৃত্যুর পর অবধি হইতে আজ পর্যন্ত তারই আপন চাচা আমির হোসেন বাচ্চু (৫৫), জাকির হোসেন (৫২), জুয়েল (৪৫) ও আক্তার (৪৮) সর্ব পিতা মৃত ফজল করীম গন প্রায়ই আমাদেরকে সে জমি থেকে বেদখল করার উদ্দেশ্যে গত কয়েকদিন ধরে মারধর ও ভয়ভীতি দেখাচ্ছে। গত ২২ ফেব্রয়ারী সোমবার দুপুর দেড়টার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির গেটে এসে গালিগালাজ করতে থাকে। তিনি তাদেরকে নিষেধ করলে বিবাদীগন ও অজ্ঞাতনামা আরো ১০/১২ জন যুবক এসে তাকে মারধর করে মাটিতে ফেলে রাখে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ধারালো একটি দা দিয়ে এলোপাথাভাবে কোপাতে থাকে। পরে তারা তার ঘরের ভেতরে জোরপূর্বক প্রবেশ করে তার স্ত্রীকেও মারধর করেন। এ সময় তার মা এগিয়ে এসে বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে ঘরের আলমারীতে থাকা নগদ ৮০ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্নের গহনা ও একটি কম্পিউটার ভাংচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ১শ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এদিকে এলাকাবাশি সূত্র জানায়, অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি এবং পুরো ঘটনাটি তদন্ত করার জন্য ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) এনামুলকে দায়িত্ব ইতিমধ্যে প্রদান করা হয়েছে।