নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিকল দিয়ে ১৯ দিন বাঁধা আনছারুল ইসলাম নামের এক কিশোর জামদানী কারিগরকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। এদিকে জামিদানী কারখানার মালিক আক্তার হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠালে সে অভিযোগ স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গ্রেপ্তারকৃত আক্তার হোসেন দক্ষিণ রূপসী এলাকার সরাফত আলীর ছেলে। উদ্ধার হওয়া আনছারুল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার মধ্যে গুন্দিমারী এলাকার মোতালিব মুন্সীর ছেলে।
পুলিশ জানিয়েছে, উপজেলার দক্ষিণ রূপসী এলাকার আক্তার হোসেনের জামদানি কারখানায় জামদানী কারিগর হিসেবে কাজ করতো আনছারুল। সে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মালিকের কাছে টাকা চাইলে কারখানার মালিক আক্তার হোসেনকে তার পায়ে শিকলে বেঁেধ রাখে এবং তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে। গত ১৯ দিন যাবত আনছারুলকে পায়ে শিকলে বেঁধে জামদানি বুননের কাজ করানো হতো। কাজ করতে না চাইলে তাকে নির্যাতন চালানো হতো।এই ঘটনায় আনছারুলের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছে।