নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে সাংসদ একেএম সেলিম ওসমানের প্রদত্ত প্রতিশ্রুতি অবশেষে বাস্তবায়নের পথে অগ্রসর হতে চলেছে। তারই পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রতিষ্ঠানের উত্তর প্রান্তের নিচু জমি ভরাট কাজ সম্পন্ন হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে পশ্চিম প্রান্তের পুকুর ভরাট কাজ শেষে ৮তলা বিশিষ্ট বহুতল বিশিষ্ট একাডেমী’ক ভবন নির্মাণ কাজের সূচনা করা হবে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় বালু ভরাট কাজ পরিদর্শণ করেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ। পরিদর্শণকালে এম এ রশীদ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মাহতাবউদ্দিন,গভর্ণিং বডি’র অন্যতম সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম মৃধা ও বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজিমউদ্দিন,বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল,বন্দর পৌর যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ রাহাত,ফারুক প্রধাণ প্রমুখ। সাংসদ সেলিম ওসমানের ঘোষণার পর বহুতল বিশিষ্ট একাডেমী’ক ভবন নির্মাণের প্রাথমিক কাজ শুরু করায় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের অভিভাবকবৃন্দসহ এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। তারা সাসদ এ ধরণের প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান। সূত্র মতে,বিগত ৩০ জানুয়ারী সকালে কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজের রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণসহ আন্তজার্তিক মানের বিশ্ব বিদ্যালয়ে রূপান্তরসহ এটি’র বহুতল ভবন নির্মাণ ও আনুষাঙ্গিক কাজের জন্য ব্যাক্তিগতভাবে ১ কোটি এবং ব্যবসায়ীদের মাধ্যমে আরো ৯ কোটি অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন। ওই প্রতিশ্রুতি’র প্রেক্ষিতেই সাংসদ সেলিম ওসমান সম্প্রতি দ্রুত নিচু জমি ভরাটের নির্দেশ দিলে ভরাট কার্যক্রম দ্রুততরভাবে শুরু হয়। প্রতিশ্রুতির মাস না পেরোতেই বাস্তবায়নের খবর পেয়ে এলাকবাসী এবং কলেজের সর্বস্তরের অভিভাবক মহল সাংসদ সেলিম ওসমানকে সাধুবাদ জানায়। তারা মহান এ সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।