স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সোমবার সন্ধ্যায় গণভবনে ৩০১ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে তারা এই কমিটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবিত কমিটি অনুমোদন করেন।
গত বছরের ২৬ জুলাই অনুষ্ঠিত ২৮তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সাত মাসের মাথায় এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো।
কমিটিতে সহ সভাপতি পদে রয়েছেন ৬১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১১ জন। সাংগঠনিক সম্পাদক পদেও রয়েছে ১১ জন।