নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর মাসদাইর চাউল্ড কেয়ার স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও চাউল্ড কেয়ার স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. আনোয়ার প্রধান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ এডিটরস ক্লাবের সভাপতি ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান, লেখক মাহাবুব এলাহী।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, চাউল্ড কেয়ার স্কুলের পরিচালনা পরিষদের সদস্য গাজী সালাউদ্দিন, ডা. শামীম ভূইয়া, অভিভাবক সদস্য নাজমুল হক, উক্ত স্কুলের প্রিন্সিপাল নুসরাত জাহান কান্তা প্রমূখ।
প্রধান অতিথির বক্তেব্যে হাসান ফেরদৌস জুয়েল বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। লেখাপড়া করার পাশা পাশি শিশুদের মানসিক বিকাশের অগ্রগতির লক্ষে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে।
এ সময় তিনি চাইল্ড কেয়ার স্কুলের সকল অভিবাভকদের প্রতি দৃষ্ট আকর্ষন করে অনুরোধ করে বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভারতীয় হিন্দি চ্যানেল না দেখিয়ে বাংলাদেশী টিভি চ্যানেলগুলো বেশী বেশী করে দেখাবেন। তারা যদি দেখতে না চায় তাহলে তাদেরকে বিদেশী ইংরেজী চ্যানেলগুলো দেখার সুযোগ করে দিবেন। কারন আমাদের মাতৃভাষা বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে। আমি অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনা করি।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।