নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত শনিবার আনুমানিক রাত ১০টায় সোনারগাঁ থানাধীন কাচঁপুর সেনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১শ’ ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩শ’ গ্রাম গাঁজা এবং ১টি মোবাইল সেট উদ্ধারসহ আসামী মোঃ জামির হোসেন (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা যায়, র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন কাচঁপুর সেনপাড়া বস্তির ডাঃ আমিমুল হাসান এর ওষুধের দোকানের দক্ষিন পার্শ্বে গলির ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী পাইকারী ও খুচরাভাবে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইপূর্বক এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১শ’ ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩শ’ গ্রাম গাঁজা এবং ১টি মোবাইল সেট উদ্ধারসহ মোঃ জামির হোসেন (২৮) কে গ্রেফতার করে।
ধৃত মোঃ জামির হোসেন বালিয়াপাড়া গ্রামের আড়াইহাজার থানার মৃত নূর মোহাম্মদ এর পুত্র বলে জানা গেছে। বর্তমানে কাচপুর সেনপাড়া বস্তির আলমের বাড়ির ভাড়াটিয়া।
র্যাব আরো জানায়, ধৃত মোঃ জামির হোসেন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে এলাকায় যুব সমাজকে ধ্বংস করে আসছে। র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর গোয়েন্দা নজরদারী ও পর্যবেক্ষনের মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সংকান্তে ধৃত আসামীকে গতকাল রবিবার সোনারগাঁ থানার ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) ধারায় এশটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৪।