স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আজ একুশে ফেব্রুয়ারি। এদিনে বইমেলায় না গেলে যেন অহংকারের এই চেতনাকে উদযাপনই করা হয় না। একুশের প্রভাতফেরি শেষে অসংখ্য মানুষের গন্তব্য ছিল বইমেলা প্রাঙ্গণ। দেশাত্মবোধক গান গাইতে গাইতে তারা বইমেলায় প্রবেশ করেন। লেখক-প্রকাশকরা বলছেন, দেরিতে হলেও প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে গ্রন্থমেলা।
বইমেলায় সকাল থেকেই অজস্র মানুষ আর তাদের পরনে সাদা কালো পোশাক। এমন একটি দিন আবার ফিরে পেতে পেরিয়ে যাবে বছর। এই দিনটি স্মৃতির আকাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে রাখে। তাকে লালন করতেই বইমেলাজুড়ে এই আবহ।
মেলায় আসা এক বইপ্রেমী বলেন, ‘সাধারণত ইতিহাসধর্মী বই কিনে থাকি। আজ স্মৃতিকথামূলক বই কেনা হয়েছে।’
অন্য আরেকজন বলেন, যদি আমরা বইমেলায় প্রতিদিন আসি, ‘তাহলে বিভিন্ন বই সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হবে। কিন্তু ২১ ফেব্রুয়ারি আসলেই ভয় লাগে, এই ভেবে যে, বইমেলা শেষ হতে যাচ্ছে। আমাদের প্রত্যেককেই আবার এক বছর অপেক্ষা করতে হবে।’
একুশের সকাল থেকেই ভিড় সামলে প্রকাশকদের চেষ্টা ছিল, বইপ্রেমীদের হাতে পছন্দের বইটি পৌঁছে দেওয়ার। আর নজরুল মঞ্চ ব্যস্ত ছিল নতুন বইয়ের মোড়ক উন্মোচনে। এর মাঝেই মেলায় আসা সব বয়সের মানুষ প্রিয় বইটির পাতা উল্টে প্রাণভরে দেখছিলেন।
এক বই বিক্রেতা বলেন, ‘আজ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসেছেন যারা, তারা তো এদিকে আসবেই।’