নারায়ণগঞ্জ.বিজয় বার্তা ২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক ও জেলা আ’লীগের সাবেক সভাপতি এ.কে.এম সামসুজ্জোহার ২৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে বাদ আছর মরহুমের নিজ বাস ভবন হীরা মহল সংলগ্ন রাম বাবুর পুকুর পাড় জামে মসজিদে পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি পারভিন ওসমান, এমপি সেলিম ওসমানের সহধর্মীনি নাসরিন ওসমান, এমপি শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপি, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আনিছুর রহমান দিপু, মহানগর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি কমান্ডার গোপী নাথ দাস, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক মোঃ শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ সদর থানা আ’লীগের সভাপতি শাহাবুদ্দিন মাদবর, সোনারগাঁ থানা আ’লীগের সভাপতি সামসুর রহমান ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম, বন্দর থানা আ’লীগের সভাপতি এম.এ রশিদ, ফতুল্লা থানা আ’লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহিন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সহ-সভাপতি আলী আকবর, সাধারণ সম্পদক মিজানুর রহমান সুজন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ, ১৩নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, ১৬নং ওয়ার্ড এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নাসিক কাউন্সিলরগণ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃনৃন্দ সহ প্রমুখ।
দোয়া শেষে সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।