নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের নজরুল উৎসব কমিটি একুশে বই মেলায় উৎসবের টি শার্ট পড়ে প্রচারনা করেছেন।
এসময় একুশে বই মেলার লিট্যাল মেঘ চত্বরে উৎসব কমিটির সদস্য কবি বাপ্পি সাহার ”স্মৃতির ক্যানভাসে“, কবি মাসুদ রানা লাল এর “অর্পিতার চোখে নীল স্বপ্ন”, কবি কবির সোহেল এর “নিরুওর প্রশ্নবোধক” এই তিনটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদা, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সমন্বয়ক কামরুল ইসলাম, জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা মাহমুদুল হক নিজামী পূর্ব পশ্চিম ডট কম এর বাংলাদেশের সম্পাদক কবি আশরাফ জুয়েল,কবি সোহাগ সিদ্দিকী প্রমুখ।