নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, ভালো কাজের মাধ্যমে মানব হৃদয়ে চিরদিন বেঁচে থাকতে চাই। অত্র ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ আবু নূর মোহাম্মদ বাহাউল হক ক্ষমতায় থাকাকালে এ উপজেলায় ব্যাপক উন্নয়ণমূলক কাজ করেছেন। এখনো তিনি ব্যক্তিগত উদ্যোগে আমাদের সন্তানদের কারিগরি শিক্ষার ব্যবস্থা কল্পে এ ইন্সটিটিউট গড়ে তুলেছেন। এসব কাজের মাধ্যমে তিনি সোনারগাঁবাসীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। ইনশাআল্লা আপনাদের সহায়তা থাকলে আমি অবশ্যই সফল হবো।
বুধবার বিকেলে সোনারগাঁ পৌরসভার গোয়ালদী এলাকায় বাহাউল হক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উপলক্ষে পরামর্শ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সাবেক সাংসদ আবু নূর মোহাম্মদ বাহাউল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ পৌরসভার নবনির্বাচিত মেয়র সাদেকুর রহমান ভূঁইয়া ও শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া মামুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রূপন, সনমান্দী ইউপির স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, জামপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন সরকার, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ভূঁইয়া, পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি, পারভিন আক্তার, শিল্পপতি জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান, বারদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুর রউফ, সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মাষ্টারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।