স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
জাতিসংঘের শান্তিমিশনে থাকা বাংলাদেশি সদস্যদের কোনো কাজে যেন সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজে স্নাতক শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শান্তি রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের অনাকাঙিক্ষত কর্মকান্ড বরদাশত করা হবে না। এই বাহিনীর সুনাম প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না।
তিনি বলেন, দেশের মর্যাদা সবার আগে। বাংলাদেশকে কেউ হেয় করুক তা মেনে নেয়া যাবে না।
এই গ্রাজুয়েশন কোর্সে মোট ২৬৮ জন সেনা কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে বাংলাদেশের ২০১, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, ভারত, নেপালসহ বন্ধু প্রতীম দেশগুলোর ৬৭ জন সেনা কর্মকর্তা রয়েছেন।