নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ শহর কমিটির ৮ম সম্মেলন শহর সভাপতি সাহানারা বেগমের সভাপতিত্বে সংগঠন কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসির। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, প্রস্তুতি কমিটির সভাপতি কৃষ্ণা ঘোষ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, জেলা সহ-সভাপতি অধ্যাপিকা রাশিদা আক্তার, সাধারণ সম্পাদক এড. হাসিনা পারভীন ও সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস।
সম্মেলনে রিপোর্ট পেশ করেন সদ্য বিলুপ্ত শহর কমিটির সাধারণ সম্পাদক শোভা সাহা, শোক প্রস্তাব পাঠ করেন আন্দোলন সম্পাদক সুমিতা বর্মন, অর্থের রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক রোজী আবেদীন ও সাধারণ প্রস্তাব উপস্থাপন করেন সমাজকল্যাণ সম্পাদক বীনা দাস।
সম্মেলনে সাহানারা বেগমকে সভাপতি ও শোভা সাহাকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ করান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসির।
কবিতা আবৃত্তি করেন শহর কমিটির সহ-সাধারণ সম্পাদক ফাহমিদা আজাদ এবং সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক দীপা রায় ও সদস্য সেতু, ফারজানা, সংহতি ও শুভ।
সম্মেলন পরিচালনা করেন শহর কমিটির সংগঠন সম্পাদক রওশন আরা পারুল। উক্ত সম্মেলনে বিভিন্ন কমিটির সদস্য ও সুধীজনসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।