নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বুধবার সকালে ১১ টায় চাষাঢ়া বিকেএমইএ’র কার্যালয়ের সামনে ভি-টেক ফ্যাশন’র শ্রমিকরা তাদের ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানব বন্ধন করে।
ভি-টেক কর্তৃপক্ষ শ্রম আইন লংঘন করে দীর্ঘদিনের কর্মরত শ্রমিকদের ছাঁটাই করার পায়তারা করছে এমন অভিযোগ করেন শ্রমিকরা।
মানব বন্ধনে উপস্থিত শ্রমিকরা বলেন, ভি-টেক কর্তৃপক্ষ শ্রমিকদের বিভিন্ন অজুহাত দেখিয়ে দীর্ঘদিন যাবৎ ফ্যাক্টরী চালিয়ে আসছেন। শ্রমিকদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। এছাড়াও বিভিন্ন সময় সাদা কাগজে সই নেয়া ও শাস্তি হিসেবে ওভার টাইম কেটে নেয়া। যা কোন শ্রম আইনের মধ্যে পড়েনা।
তারা আরো বলেন, সরকার নির্ধারিত সর্বনি¤œ মজুরী ৫ হাজার ৩’শ টাকা ধার্য করলেও কর্তৃপক্ষ তা মানছেনা। মাস শেষে গার্মেন্টস কর্তৃপক্ষ বেতনের জন্য দুইটি বিল তৈরী করে কর্মরত শ্রমিকদের কাছ থেকে স্বাক্ষর নেয়। একট বিলে সরকার নির্ধারিত মজুরী উল্লেখ করে এবং অপরটিতে তাদের নির্ধারিত ৩ থেকে ৪ হাজার টাকা উল্লেখ করে বেতন পরিশোধ করে। তাই আমাদের দাবীকৃত ১০ দফা মেনে নিতে হবে।
এ সময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক এস.এম.কাদির, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।