চাঁপাইনবাবগঞ্জ,বিজয়ী বার্তা ২৪
সোনামসজিদ স্থলবন্দরে সাড়ে ৮ ঘন্টা বন্ধ থাকার পর আবারো পাথর আমদানী শুরু হয়। জানা গেছেবুধবার সকাল থেকে পাথর আমদানী বন্ধ করে সোনামসজিদ স্থল বন্দর আমদানী-রপ্তানী কারকেরা। আমদানী-রপ্তানী কারকের পাথর বিষয়ক উপকমিটির আহ্বায়ক সাহাবুদ্দিন জানায় ভারতীয় রপ্তানী কারকেরা পূর্বের ন্যায় ভারতীয় পাথর ভর্তি ট্রাকে ২/৩ টন বিভিন্ন ধরনের আর্বজনা মিশিয়ে পাথর রপ্তানী করছিল। একই সাথে ভারতীয় রপ্তানী কারকেরা তাদের ইচ্ছা মাফিক পাথরের মূল্য বৃদ্ধি করে থাকে। এরই প্রতিবাদে গতকাল বুধবার আবারো পাথর আমদানী বন্ধ করে দেয় আমদানী কারকেরা। অন্যদিকে আর্বজনা ভর্তি পাথরের ট্রাক ওজন করে সোনামসজিদ কাস্টমস কর্মকর্তারা আমদানীকৃত পাথরের শত ভাগ রাজ্যস্ত আদায় করার কারণে পাথর ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছিল। জানা গেছে, গতকাল দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানী রপ্তানী কারক গ্রুপের নেতৃবৃন্দ ও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু কাস্টমস এর বিভাগীয় কর্মকর্তার সাথে আলোচনার পর ডাষ্টের রাজ্যস্ব আদায়ের ক্ষেত্রে পরীক্ষা নিরিক্ষা করে রাজ্যস্ব আদায় করা হবে। অন্যদিকে ভারতীয় রপ্তানী কারকেরা পাথর ভর্তি ট্রাকে কোন ধরনের আর্বজনা দিবেনা বলে আশ্বাস দেওয়ার পরেই বিকাল সাড়ে ৪টা থেকে আবারো পাথর আমদানী শুরু হয়। একই সূত্র থেকে জানা গেছে পাথর আমদানীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দূরীকরণার্থে আগামী ২১ ফেব্রুয়ারী উভয় দেশের আমদানী রপ্তানী কারকেরা জরুরী আলোচনায় বসবেন।