নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বৃহস্পতিবার বিকেলে চাষাড়া শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলার সভাপতি ছাত্রনেতা মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোঃ নুরুল ইসলাম আল-আমিন, বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রশিদ, মহানগর এর সভাপতি মোঃ শামসুল আলম বাদল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে আজ চরম সংটকময় অবস্থা বিরাজ করছে। সার্বিক অবস্থা বিবেচনা করলে মনে হয় একটি কুচক্রি মহল দেশের ভাবমূর্তি নষ্ট করা জন্য একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। দেশের মানুষ আজ বিপদের মুখে, তাদের কাছে দেশের মানুষ ও মানবতা নিরাপদ নয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু সরকার দেশের মানুষের মুখ বন্ধ করে দিয়েছে, নিজেদের ইচ্ছেমত দেশ পরিচালনা করছে। যা একটি গণতান্ত্রিক দেশে সাধারন মানুষের টুটি চেপে ধরার সামিল।
তিনি বলেন, শহীদদের চেতনা বুকে ধারন করে দেশে শান্তি প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমাদের দেশের বীর সন্তানেরা যেভাবে তাজা রক্ত দিয়ে দেশকে স্বাদীন করেছিল ঠিক তেমনি ভাবে সমাজের সকল স্তরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। প্রত্যেক ব্যক্তির পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় রাখতে মুসলিম ও অমুসলিম সম্প্রদায়ের লোকেরা বিনা দ্বিধায় নিজ নিজ ধর্ম পালন করবে। আর এটাই ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মূল দাবী। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবেনা। নির্মম সত্য যে মৌলবাদ ও জঙ্গিবাদের নামে দ্বীন প্রেমিদের নির্যাতন নিপিড়ন ও নিধন করা হচ্ছে। কিন্তু একটি স্বাধীন মুসলিম দেশে এটা করতে দেয়া যাবে না।
প্রধান বক্তা তার বক্তব্য শেষে ইসলামী শাসনতন্ত ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ২০১৫ সালের কমিটি ভেঙ্গে দিয়ে ২০১৬ সালের নতুন কমিটি ঘোষনা করেন। কমিটিতে সভাপতি মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক নির্বাচিত হন।